অপো  একটি মোবাইল কিনে আরেকটি ফ্রি

অপো  একটি মোবাইল কিনে আরেকটি ফ্রি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে অপোর একটি মোবাইল কিনে অপর আরেকটি মোবাইল ফ্রি পেয়েছেন স্বাধীন নামে এক যুবক। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডে অবস্থিত আরটি কমপ্লেক্সে খেয়াতরি মোবাইল শো রুমে তারা এই উপহার পান।

উপহার পা্ওয়া স্বাধীন বলেন,আমি কখনো ভাবতেই পারি নাই আমি একটি মোবাইল কিনে অপর আরেকটি মোবাইল ফ্রি পাবো,সত্যি আমি খুব খুশি এবং অপো মোবাইল কোম্পানীকে ধন্যবাদ জানাই। অপোর এই সেবা খুবই ভালো লাগছে। অপো মোবাইলটি ১৩৯৯৯ টাকা দিয়ে কিনেছিলাম অপর একই মোবাইল ফ্রিতে পেলাম। টাঙ্গাইল অপোর টিএম রফিকুল ইসলাম বলেন,অপো এ থ্রি এক্স মোবাইল কিনে তিনি অপর একটি মোবাইল ফ্রি পেয়েছে। আমরা গ্রাহকদের সব সময় সেবা দেয়ার চেষ্ঠ করি। গ্রাহকদের সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত।