ভারতীয় মদ ও ইয়াবাসহ শেরপুরের ৩ মাদক কারবারিকে গ্রেফতার

Mar 20, 2025 - 20:37
 0  27
ভারতীয় মদ ও ইয়াবাসহ শেরপুরের ৩ মাদক কারবারিকে গ্রেফতার

ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি: ১৫ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়। গত বুধবার রাতে পৃথক অভিযানে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী ও পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএন্ডটি রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কতিপয় মাদককারবারি মাদক কেনা-বেচা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তারানী এলাকায় নূর ইসলামের বাড়ির সামনে অভিযান চালায় পুলিশ। এসময় ৪৮০ পিস ইয়াবাসহ ১ মাদককারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম (৩৫) পানিহাতা চায়না মোড় এলাকার হেকমত আলীর ছেলে।একই দিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৫ বোতল ভারতীয় মদসহ ২ মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শহরের ছিটপাড়া নদীরপাড় মহল্লার হাফিজুল ইসলামের ছেলে তানভীর মিয়া তানজিল (২২) ও তারাগঞ্জ দক্ষিণ বাজার মহল্লার নজরুল ইসলামের ছেলে হাসিবুল ইসলাম ইমন (২৪)। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow