স্টুডেন্ট স্টার গ্রুপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কমিটি গঠন,আহ্বায়ক সালাউদ্দিন,সদস্য সচিব তামিম

আফছার উদ্দিন ফরিদ ,তজুমদ্দিন (ভোলা)
ভোলার তজুমদ্দিনে স্টুডেন্ট স্টার গ্রুপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সংগঠনের সভাপতি সবুজ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শাহ এমরান সোহাগ এর সঞ্চালনায় স্টুডেন্ট স্টাফ গ্রুপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ অর্থ বছরের জন্য ০৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এসময় স্টুডেন্ট স্টার গ্রুপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৬০ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের মধ্যে অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের চলমান কার্য নির্বাহী কমিটির মেয়াদ উর্ত্তির্ণ হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে গঠনতন্ত্র মোতাবেক সদস্যের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নব নির্বাচিত কমিটিতে আহ্বায়ক মো. সালাউদ্দিন, সদস্য সচিব আবদুল মান্নান তামিম, সদস্য মো. কাবুল হোসেন, মো. বিল্লাল হোসেন, সাইফুদ্দিন সবুজ। পরবর্তী কমিটি পূর্ণগঠন না হওয়া পর্যন্ত আহ্বায়ক কমিটি দ্বারা উক্ত সংগঠনের সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে।
নবগঠিত কমিটির আহ্বায়ক, সদস্য সচিব জানান, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি,সংগঠনের সকল সদস্যের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা। আমাদের মূল লক্ষ্য অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নত করা। এই দায়িত্ব শুধু আমাদের একার নয়, বরং এটি আমাদের সবার সম্মিলিত প্রয়াসের ফসল। আমরা বিশ্বাস করি, একসঙ্গে কাজ করলে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো। মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই।
What's Your Reaction?






