অনলাইন প্ল্যাটফর্মে প্রশংসিত ইউটিউব ফিল্ম 'টাইগার ২'

ঈদের বিনোদনে অনলাইন প্ল্যাটফর্মে আলোড়ন তুলেছে মাহমুদ হাসান রানা পরিচালিত ইউটিউব ফিল্ম ‘টাইগার ২’। জয় পাগল মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাওয়া এই অ্যাকশন-ড্রামা ঘরানার চলচ্চিত্রটি ইতিমধ্যেই দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সামাজিক মাধ্যমে চলছে প্রশংসার জোয়ার, ইউটিউব কমেন্টবক্সে ছড়িয়ে আছে দর্শকের ভালোবাসা আর আগ্রহ। অনেকে তো এখনই দাবি জানাচ্ছেন ‘টাইগার ৩’-এর জন্য!
টাইগার ২ ইউটিউব ফিল্মে দেখা যায় টাইগার ভয়ংকর গ্যাংস্টার, কিন্তু এলাকার মানুষের ভরসার নাম। তবে তার পথ সহজ ছিল না। একের পর এক শত্রু তৈরি হয়েছে, যার মধ্যে সবচেয়ে ভয়ংকর বোরহান, যে প্রীতির প্রেমের ফাঁদে ফেলতে চায় টাইগারকে। যার উপস্থিতিতে গল্পে আসে আবেগ আর মোড় ঘোরানো নাটকীয়তা।
মুরতজা পলাশ টাইগার চরিত্রে তার এক্সপ্রেশন, অ্যাকশন আর ডায়লগ ডেলিভারিতে ছিল সাবলীলতা। সেমন্তি সৌমি প্রীতির চরিত্রে সহজাত অভিনয়ে মুগ্ধ করেছেন। অন্যদিকে বোরহান চরিত্রে শিবা শানুর অভিনয় ছিল ভয়ংকর বিশ্বাসযোগ্য।
চিত্রনাট্য ও নির্মাণে ছিল স্পষ্ট যত্নের ছাপ। পাপ্পু রাজের চিত্রনাট্য ও সংলাপে ছিল গতি, আবেগ ও টানটান উত্তেজনা। অ্যাকশন দৃশ্য আর ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো সিনেমাটিকে দিয়েছে মানসম্পন্ন এক রূপ, যা দর্শককে পুরো সময়টা ধরে রাখবে।
সব মিলিয়ে ‘টাইগার ২’ এখন ইউটিউব দর্শকদের নতুন ফেভারিট। লোকাল অ্যাকশন ও ড্রামা যারা ভালোবাসেন, তাদের জন্য এটি একেবারেই উপযুক্ত একটি ফিল্ম। যারা এখনও দেখেননি, তারা চাইলে এখনই জয় পাগল মাল্টিমিডিয়ার চ্যানেলে ঢুঁ মারতে পারেন।
What's Your Reaction?






