কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও  জাতীয় দিবস২০২৫ বর্নিল কর্মসূচীতে উদযাপিত 

কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও  জাতীয় দিবস২০২৫ বর্নিল কর্মসূচীতে উদযাপিত 

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ। 

যথাযোগ্য  মর্যাদা  ও ভাবগাম্ভীর্যের  সাথে কিশোরগঞ্জ  জেলা প্রশাসন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫  উদযাপন  উপলক্ষে  বিভিন্ন  কর্মসূচী পালন করেছে। 

২৬ মার্চ  (বুধবার) সূর্যোদয়ের সাথে সাথে কিশোরগঞ্জ  পুরাতন স্টেডিয়ামে  একএিশবার তোপধ্বনির মাধ্যমে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। সকল সরকারী  বেসরকারী স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান  সহ সকল ভবনে জাতীয় পতাকা উওোলন করা হয়।  ভোর ছয়টা পনের মিনিটে গুরুদয়াল সরকারী কলেজ  মাঠে অবস্থিত ম্সৃতিসৌধে  পুষ্পস্তবক অর্পণ করেন  জেলা প্রশাসক  ফৌজিয়া খান, পুলিশ সুপার হাসান চৌধুরী,  সিভিল সার্জন, জেলা পর্যায়ের  দপ্তর প্রধান গণ।  সকাল ৯ টায়  কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম  ষ্টেডিয়ামে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি  এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাএছাএীদের  সমাবেশ ও কুচকাওয়াজ  সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান  ও  পুলিশ সুপার  হাসান চৌধুরী। 


এসময় জাতীয় পতাকা উওোলন, জাতীয় সংগীত পরিবেশন  করা হয়। বেলা এগারটায় জেলা প্রশাসক  ফৌজিয়া খান এর সভাপতিত্বে  জেলা শিল্পকলা একাডেমী হলে বীর মুক্তিযোদ্ধা দের সংবর্ধনা  অনুষ্ঠিত হয়। মসজিদ  ও বিভিন্ন উপাসনালয়ে  জাতির শান্তি , সমৃদ্ধি,  দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা  করে  মুনাজাত ও প্রার্থনা  করা হয়।

ছাএছাএীদের বিনোদনের জন্য জাদুঘর ও প্রেক্ষাগৃহ উন্মুক্ত রাখা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপ সমূহ  জাতীয় পতাকা  সহ ব্যানার ফেষ্টুন রংগীন নিশান দ্বারা সজ্জিত  করা হয়। এছাড়াও জেলা সরকারী গণ গ্রন্হাগার কিশোরগঞ্জে দুপুর ১২ টায় লাইব্রেরীয়ান  মোঃ আজিজুল হক সুমন এর সভাপতিত্বে  পৃথক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।