মধুপুর পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডকে দু’লক্ষ টাকা জরিমানা

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের আশ্রা মৌজায় পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (১০ মার্চ) উপজেলার আশ্রা দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেড আনারস ক্ষেতের মাঝখানে উন্মুক্ত স্থানে পোল্ট্রি বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করে আসছে। এর ফলে তীব্র দুর্গন্ধ, দূষিত বাতাস ও মাছির উপদ্রবের কারণে এলাকাবাসীর পক্ষে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। পার্শ্ববর্তী বাড়িঘরের মানুষজন নানা ধরনের অসুখে আক্রান্ত হচ্ছে বলে জানা যায়। এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরিবেশ দূষণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, অনতিবিলম্বে উপযুক্ত স্থানে বর্জ্য ফেলে দূষণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলীর নেতৃত্বে মধুপুর সেনা ক্যাম্পের একটি চৌকস দল।