ধর্ষণ-নীপিড়নের বিরুদ্ধে শেরপুরে মানব বন্ধন

ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি: দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানব বন্ধন করেছে ছাত্রদল।কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমানেরনির্দেশনায় সোমবার (১০ মার্চ) বেলা এগারোটার দিকে শেরপুরের নালিতাবাড়ীতে পৃথকভাবে ৫ কলেজের ছাত্রদল শাখা এ মানব বন্ধন কর্মসূচী পালন করে।
বেলা এগারোটায় শহরের সরকারী নাজমুল স্মৃতি কলেজে ছাত্রনেতা শাহরিয়ার কায়েস এর নেতৃত্বে আয়োজিত মানব বন্ধনে অংশগ্রহণ করেন- শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবু সুফিয়ান সানি, শহর ছাত্রনেতা নয়ন মনিসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। একই সময়ে বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজে ছাত্রনেতা সাদেক হোসেন, শাকিল আহমেদ, দেলোয়ার হোসেন ও রিপন মিয়ার নেতৃত্বে ছাত্রদল মানব বন্ধন করে ছাত্রদল।
এতে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির, শহর ছাত্রদল নেতা কামরুল হাসান অংশগ্রহণ করেন।এদিকে হাজী নুরুল হক নন্নী-পোঁড়াগাও মৈত্রী কলেজ ছাত্রনেতা মনির হোসেন ও আসিফ হাসান এর নেতৃত্বে মানব বন্ধন করে ছাত্রদল। এতে নয়াবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন বুলবুল অংশগ্রহণ করেন।অন্যদিকে নালিতাবাড়ী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ছাত্রনেতা মাফুজুর রহমান ও নাহিদ হোসেন এর নেতৃত্বে মানব বন্ধন করে ছাত্রদল। এতে বাঘবের ইউনিয়ন ছাত্রদলে সভাপতি সাইফুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজ রহমান এবং রাসেল আহমেদ অংশগ্রহণ করেন।এছাড়াও নালিতাবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ছাত্রনেতা মোমেন মিয়া ও কাঞ্চন মিয়ার নেতৃত্বে মানব বন্ধন করেছে ছাত্রদল। এতে শহর ছাত্রদল নেতা রাকিব হাসান, মেহেদী হাসান মুঞ্জিল এবং ইউনিয়ন ছাত্রদল নেতা মনজুরুল ইসলাম অংশগ্রহণ করেন।