জামালপুরে পিপি আনিছুজ্জামান এর প্রতি অনাস্থা জানিয়ে সরকারি আইন কর্মকর্তাদের সংবাদ সম্মেলন 

May 6, 2025 - 19:45
 0  32
জামালপুরে পিপি আনিছুজ্জামান এর প্রতি অনাস্থা জানিয়ে সরকারি আইন কর্মকর্তাদের সংবাদ সম্মেলন 

জামালপুরে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো: আনিছুজ্জামানের প্রতি অনাস্থা জানিয়েছেন অন্যান্য সরকারি আইন কর্মকর্তারা।
 
আজ বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইন কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

সংবাদ সম্মেলনে জিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বাদশা লিখিত বক্তব্য উপস্থাপন করেন। 

এছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো: আনিছুজ্জামান মামলা রেকর্ড করতে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যে ভাষায় কথা বলেছেন ও আচরণ করেছেন সেজন্য আইনজীবীদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে এবং আমরা সামাজিকভাবে হেয় হচ্ছি। এছাড়াও অনিয়ম, দুর্নীতি, আওয়ামী লীগের দোসরদের জামিনে সহায়তা, ক্ষমতার অপব্যবহার, আইনজীবী ও অন্যান্য সহকারী সরকারি আইন কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়। তাই আদালতের ৬৩ জন আইন কর্মকর্তার মধ্যে ৫০ জন আইন কর্মকর্তা পিপির প্রতি অনাস্থা জানিয়ে তাকে অপসারণ দাবী করেন এবং তার সাথে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। 

উল্লেখ্য, বকশীগঞ্জ থানার ওসিকে মামলা রেকর্ড করতে চাপ দেন পিপি এবং তাদের কথোপকথনের একটি অডিও গত ১ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

 মেহেদী হাসান 
জামালপুর। 
০৬-০৫-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow