শেরপুরের মাদক কারবারি, জুয়ারি গ্রেপ্তার

ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে দুই মাদক কারবারি ও নয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে বুধবার গভীর রাতে নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ চকপাড়া মহল্লায় অভিযান পরিচালনা করে সামির হক শান্ত (২৪) ও একই মহল্লার রবিউল হাসান রানা (২৪) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এছাড়া একই রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা ও তাড়ানি এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক নুরুল হকের বসতবাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় নয় জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জুয়ারিরা হলো- উপজেলার কালাকুমা গ্রামের আকরাম হোসেন (২৫), আফজাল হোসেন (২৭) ও হুমায়ুন (৩২)। বৈশাখী বাজার এলাকার তোফাজ্জল হোসেন (৩৪)। তাড়ানি গ্রামের মামুন মিয়া (২৬), নুরুল হক (৩২), শাহ আলম (৩৮), শহিদুল ইসলাম (৩৫) ও সাইম মিয়া (২১)।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি ও নয় জুয়াড়িকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক ও নানা ধরণের অপরাধ দমনে পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।