ডাসারে আলিফ রাইস মিলকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে সঠিক বর্ ব্যাবস্থাপনা না থাকায় আলিফ রাইস মিলের মালিককে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বিকেলে ডাসার উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অবস্থিত আলিফ রাইস মিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ডাসার উপজেলা নিবার্হী কর্কর্া সাইফ উল আরিফিন। এ সময় আলিফ রাইস মিলের মালিক মাছুম খানকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নিবার্হী কর্কর্া সাইফ উল আরিফিন জানান, আলিফ রাইস মিলের ময়লা পানি ও ধোয়া ঐ এলাকার পরিবেশ দুষণ করছে সাধারন জনগনের এমন অভিযোগের ভিত্তিতে আলিফ রাইস মিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এবং নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।