কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি: "দ্বন্ধে কোন আনন্দ নাই,আপস করি ভাই লিগ্যাল এইড পাশে, কোন চিন্তা নাই " প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫। ২৮ এপ্রিল ২০২৫ খ্রীঃ সোমবার সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আদালত চত্বরে বর্নাঢ্য রেলী ও পায়রা বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়। প্রতিকূল আবহাওয়া থাকলেও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটির তাৎপর্য মন্ডিত হয়ে উঠে। জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) নাসিমা তালুকদার মুনমুন এর নেতৃত্বে আয়োজিত রেলী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব। এসময় বিভিন্ন পর্বে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল -১ এর বিচারক মোঃ মাবুবুর রহমান সরকার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল -২ এর বিচারক মাকসুদা পারভীন এবং কিশোরগন্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আল মামুন , অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম সাবরিনা আলী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ - ২য় শাম্মী হাসিনা পারভীন , অতিরিক্ত জেলা ও দায়রা জজ- ৩য় ফাতেমা জাহান স্বর্ণা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ - ৪র্থ সোহাগ রন্জন পাল, পুলিশ সুপার এর প্রতিনিধি, সিভিলসার্জন এর প্রতিনিধি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি , জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, পাবলিক প্রসিকিউটর, গভর্নমেন্ট প্লিডার, এপিপি,এজিপি গণ, বাংলাদেশ পুলিশের সদস্য ও বাদক দল, কিশোরগন্জ জেলা কারাগারের প্রতিনিধি গণ, স্কাউট, জাতীয় মহিলা পরিষদ, এনজিও ব্র্যাক, পপি ও স্হানীয় সাংবাদিক গণের ব্যাপক অংশ গ্রহণ ছিল।