আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে এখন বিএনপিতে ঘেঁষার চেষ্টা আব্দুর রশিদের

Mar 19, 2025 - 15:50
 0  378
আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে এখন বিএনপিতে ঘেঁষার চেষ্টা আব্দুর রশিদের

টাঙ্গাইল প্রতিনিধি  টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ বিগত দিনে আওয়ামীলীগের ছত্রছায়ায় থাকার পরেও এখন বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে  ঘাটাইল পৌর বিএনপির আয়োজনে ঈদগাঁ মাঠে ইফতার মাহফিলে যোগদেন এই আব্দুর রশিদ।  ঘাটাইলের বিএনপির বিভিন্ন নেতাকর্মী জানান,বিগত সরকারের আমলে এই সাবেক মেয়র আব্দুর রশিদ আওয়ামীলীগের বিভিন্ন জনসভা ও অনুষ্ঠানে যোগ দিয়েছে। এছাড়াও আওয়ামীলীগের লোকজন নিয়ে  তিনি পৌরসভা নির্বাচনে অংশ গ্রহন করে বিজয়ী হয়। তিনি আওয়ামীলীগের একজন কঠোর সমর্থক। কিন্তু এখন দেখা যাচ্ছে ঘাটাইলের কিছু নামধারী বিএনপির লোকজন  আওয়ামীলীগের ছত্রছায়ায় থাকা এই আব্দুর রশিদকে বিএনপিতে ভেড়ানোর চেষ্টা করছেন। গতকাল বিএনপির একটা ইফতার মাহফিলে যোগ দিয়েছে যার কারণে উপজেলায় নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।  ঘাটাইল উপজেলার বিএনপির একজন নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির আব্দুর রশিদকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। কিন্তু ঘাটাইল উপজেলা বিএনপি এই বিষয়ে ধিক্কার জানিয়েছে। এবিষয়ে আব্দুর রশিদের সাথে কথা বলার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তিনি ২০২২ সালের ০৬জুন অনুষ্ঠিত ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিয়েছিলেন । বার বার দল বদল করা সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া এর আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ও সর্বশেষ বঙ্গবীরের কৃষক শ্রমিক জনতা লীগের সাথে যুক্ত ছিলেন। ২০১৪ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow