ব্রাক ব্যাংক আয়োজিত তারা উদ্যোক্তা মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

সাব্বির জুবায়ের। মিরপুর প্রতিনিধি পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নারীদের আর্থিক উন্নয়নকে আরো গতিশীল করতে তৃতীয়বারের মতো ব্র্যাক ব্যাংক আয়োজন করেছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৫। উক্ত মেলাটি অনুষ্ঠিত হয়েছে আলোকি কনভেনশন হল, গুলশান-তেজগাঁও লিংক রোড (গুলশান আড়ং-এর পাশে),ঢাকা।এবারের মেলায় ৮৫ জন নারী উদ্যোক্তা বিনামূল্যে স্টল দিয়ে তাঁদের তৈরিকৃত দেশি পণ্য সকলের কাছে প্রদর্শন ও বিক্রির সুযোগের পাশাপাশি গ্রাহকের সাথে নেটওয়ার্কিং গড়ে তোলার মাধ্যমে নতুন মার্কেটে প্রবেশেরও সুযোগ পেয়েছেন। প্রতিবারের মতো এবারো নারী উদ্যোক্তারা বিভিন্ন ক্যাটাগরির পণ্য,যেমন বুটিক,জামদানি,পাট,বাঁশ ও বেতের তৈরীকৃত পণ্য,নকশী কাঁথা,লেদার এবং জুয়েলারিসহ আরো অনেক পণ্যের সমাহার নিয়ে মেলায় হাজির হয়েছেন।
এসব পণ্যের মাধ্যমে নারী উদ্যোক্তারা একদিকে যেমন দেশীয় ঐতিহ্যকে সবার সামনে উপস্থাপন করার সুযোগ পেয়েছেন,তেমনি বাঙালি সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পেরেছেন।এসকল নারী উদ্যোক্তাদের গ্রাহকের সাথে নেটওয়ার্কিং গড়ে তোলার সুযোগ দিয়ে তাঁদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানোর পাশাপাশি তাঁদের দেশীয় পণ্য উৎপাদনে উৎসাহিত করাই হলো এই মেলার মূল উদ্দেশ্য। এবারের মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি থাকবে ইফতার ও ডিনার ফুড কোর্ট,ডিজিটাল পেমেন্ট সল্যুশন,পরিবেশ বান্ধব পাটের শপিংব্যাগ,কিডস জোনসহ আরো অনেককিছু। ১৬ মার্চ, ২০২৫ (রবিবার) হতে ১৭ মার্চ ২০২৫ (সোমবার) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা পরিচালোনা করা হয়।
মেলা শেষে উদ্যোক্তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।একজন নারী উদ্যোক্তা উম্মে কাফিয়া ( কাকন ) ভিন্ন বার্তাকে বলেন আমাদের নারীদের উচিৎ যার যার অবস্থান থেকে নিজেকে সাবলম্বী করে তোলা। কোন কাজকে ছোট করে না দেখে নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে কাজ শুরু করে পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করা সহজ হয়ে যায়। আমরা নারীরা সংসারের কাজের মধ্যে থেকে ও নিজেকে সাবলম্বী উদ্যোক্তা হিসেবে উপস্থাপন করতে পারি এতে নিজে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া যায় পাশাপাশি দেশের অর্থনীতির উন্নয়ন করা সম্ভব। The Dessert Stories এই পেজের মাধ্যমে বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম নিয়ে কাজ করেন এই নারী উদ্যোক্তা।