র্যাবের গুলিতে নিহত সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

বরিশাল প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়ায় র্যাব-৮-এর সদস্যদের মাদকবিরোধী অভিযানে গুলিতে নিহত সিয়াম মোল্লা কলেজছাত্র। সে মাদকসেবী বা মাদক কারবারি নয় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। নিহতের পর তার গ্রামের বাড়ি উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় মানুষজন নেই বললেই চলে। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
মঙ্গলবার বিকেলে র্যাব-৮-এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা করেছেন।
মঙ্গলবার সাংবাদিকেরা সরেজমিনে গিয়ে ঘটনাস্থলে থাকা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখতে পান। আহত ও নিহতের বাড়িতে কোনো পুরুষ মানুষ পাওয়া যায়নি। তবে কিছু নারী ও শিশুকে দেখা গেলেও তাদের চোখে-মুখে আতঙ্কের ছাপ লক্ষ করা গেছে। ভয়ে তারা কেউই মুখ খুলছেন না।
নিহত সিয়াম মোল্লার চাচাতো বোন কলেজছাত্রী মীম আক্তার সাংবাকিদের বলেন, ‘সিয়াম কারফা আইডিয়াল কলেজে এইচএসসি প্রথম বর্ষে লেখাপড়া করত। সোমবার সিয়াম সারা দিন ঘরেই ছিল। ওই দিন বিকেলে এসএসসি পরীক্ষার্থী রাকিবকে নিয়ে বের হওয়ার কিছু সময় পরে আমরা এ দুর্ঘটনায় সংবাদ পাই। সিয়াম মাদকসেবী বা ব্যবসায়ী নয়। র্যাব সিয়ামকে মাদকসেবী বললেও তা সঠিক নয়।’
জানা গেছে, সিয়ামের মা জোসনা বেগম ছেলের শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এসএসসি পরীক্ষার্থী গুলিবিদ্ধ রাকিব মোল্লার সহপাঠী মো. আলী হোসেন বলে, ‘আমরা সাহেবের হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় বারপাইকা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছি। সোমবার রাকিব আর আমি একই সঙ্গে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছি। ওই দিন সন্ধ্যায় শুনি রাকিব গুলিবিদ্ধ হয়েছে।’
এদিকে র্যাবের মাদকবিরোধী অভিযানে গুলির ঘটনায় আজ বিকেলে র্যাব-৮-এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। ওই দুটি মামলায় দুজন পলাতক ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘র্যাবের মাদকবিরোধী অভিযানে গোলাগুলির ঘটনায় র্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। ওই মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।’
র্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে যুবক নিহতর্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে যুবক নিহত
সিয়াম মোল্লা ও রাকিবের বিরুদ্ধে থানায় পূর্বের কোনো মামলা আছে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তাদের বিরুদ্ধে থানায় পূর্বের কোনো মামলা নেই।’
বরিশাল র্যাব-৮-এর সাদাপোশাকধারী একদল সদস্য গতকাল সন্ধ্যা ৬টার দিকে আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে আনোয়ার মৃধার বাড়ির দক্ষিণ পাশে জোরা ব্রিজের কাছে মাদক উদ্ধার অভিযান চালায়। এ সময় উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের রিপন মোল্লার ছেলে সিয়াম মোল্লা, খালেক মোল্লার ছেলে রাকিব মোল্লার নেতৃত্বে একদল মাদক কারবারি সাদাপোশাকধারী র্যাব সদ্যদের ওপর হামলা চালায়। এ সময় কুপিয়ে ও পিটিয়ে র্যাব সদস্য আপেল মাহামুদ রাজিব ও আরিফুল ইসলাম সাকিবকে আহত করে বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়। এ সময় র্যাব সদস্যদের গুলিতে সিয়াম মোল্লা ও রাকিব মোল্লা গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ সিয়ামকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
What's Your Reaction?






