এবার নানা বাড়ি বেড়াতে এসে ‘ধর্ষণচেষ্টার শিকার’ ৯ বছরের শিশু

Mar 8, 2025 - 15:46
 0  29
এবার নানা বাড়ি বেড়াতে এসে ‘ধর্ষণচেষ্টার শিকার’ ৯ বছরের শিশু

এবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা বাড়ি বেড়াতে আসা ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর নানী। মামলা দায়েরের পরপরই আসামি জহুর মোল্লাকে (৬০) গ্রেপ্তাতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

বালিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী শিশু নানী জানান, তার নাতনি যশোরে একটি মহিলা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। ওদের বাড়ি বহরপুর ইউনিয়নের বাজার বেতেঙ্গা গ্রামে। ওর বাবা একজন মৎস্যজীবী। সে পরিবারের সঙ্গে যশোরেই থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর মোল্লা তার নাতনিকে জোড় করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলা দায়েরের পরপরই রাতেই আসামি জহুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow