জামালপুরে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামালপুর জেলা শাখার আয়োজনে সূধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ মার্চ) শহরের স্থানীয় এশিয়ান ফুড ভিলেজে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সূধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জামালপুর জেলা জামায়াতের আমীর আবদুস সাত্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ। আরও বক্তব্য রাখেন,সাবেক জেলা সভাপতি এড. সুলতান মাহমুদ, এড. আছিমুল ইসলাম,জিয়াউর কবির, এড.ইলিয়াস,ফরহাদ রেজা,প্রবীণ আইনজীবী এড. শামসুল হক,সাবেক জিলা আমীর আ.ফ.ম নুরুল ইসলাম প্রমূখ৷ এসময় জামায়াত নেতারা বলেন,আগামী দিনে জামালপুর ইসলামী ছাত্র শিবির মেধা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জামালপুরে ইসলামী ছাত্র শিবির সহ জেলা জামায়াতের সাংগঠনিক সকল কর্মযজ্ঞ বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহবান জানান বক্তারা। মেহেদী হাসান জামালপুর। ০৭-০৩-২০২৫