ময়মনসিংহ কল্যাণ সমিতি, টাঙ্গাইল-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ কল্যাণ সমিতি, টাঙ্গাইল-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: ময়মনসিংহ কল্যাণ সমিতি, টাঙ্গাইল-এর উদ্যোগে এক অনাড়ম্বর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) টাঙ্গাইলের ভিক্টোরিয়া ফুড জোনে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলায় অবস্থানরত ময়মনসিংহের বিভিন্ন উপজেলার ছাত্র-শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবী, সংগঠক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মাভাবিপ্রবির উপ-রেজিস্ট্রার মো. মোতালেব বলেন, "পবিত্র মাহে রমজানের এই শুভক্ষণে ময়মনসিংহ কল্যাণ সমিতি, টাঙ্গাইল-এর ইফতার মাহফিলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ মাস আমাদের ধৈর্য, ত্যাগ ও কল্যাণের শিক্ষা দেয়। আমরা যারা ময়মনসিংহ থেকে এসেছি এবং টাঙ্গাইলে কর্ম ও অধ্যয়ন করছি, তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন দৃঢ় করাই আমাদের সংগঠনের অন্যতম লক্ষ্য। আজকের এই মিলনমেলা আমাদের সেই সম্পর্ককে আরও গভীর করবে বলে আমি বিশ্বাস করি।" তিনি আরও বলেন, "আমাদের এই ইফতার মাহফিল সফল করতে যারা পরিশ্রম করেছেন, তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ করে সম্মানিত অতিথিদের প্রতি আমরা কৃতজ্ঞ, যাঁরা ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন আমাদের রোজা, ইবাদত ও দোয়া কবুল করেন এবং এই কল্যাণমূলক সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন।” সংগঠক ও শিক্ষার্থী হেনামুল হাসান হিমু বলেন, "রমজান আমাদের ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এটি শুধু ইবাদতের মাস নয়, বরং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করারও শ্রেষ্ঠ সময়। আমরা যারা কর্ম, শিক্ষা কিংবা অন্যান্য কারণে ময়মনসিংহের বাইরে টাঙ্গাইলে অবস্থান করছি, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। এই ইফতার মাহফিল তারই একটি সুন্দর উদাহরণ।" তিনি আরও বলেন, "আসুন, আমরা সবাই একসঙ্গে মানবতার কল্যাণে কাজ করি, একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজে ভালো কিছু রেখে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবার রোজা ও ইবাদত কবুল করুন।" ইফতার মাহফিল শেষে সমিতির সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। উল্লেখ্য, ২০০৯ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত ময়মনসিংহ কল্যাণ সমিতি, টাঙ্গাইল শিক্ষার্থী ও পেশাজীবীদের পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।