মিরসরাইয়ে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা ও সিএনজি

Feb 20, 2025 - 21:26
 0  234
মিরসরাইয়ে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা ও সিএনজি

কমল পাটোয়ারি,মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃসরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে অবাধে চলাচল করছে তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি। মহাসড়কে এসব যানবাহন চলাচলের ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছে নিরীহ লোকজন। পুলিশের অভিযানের কারণে কিছুদিন বন্ধ থাকলেও আবারো বেড়েছে এসব গাড়ির দৌরাত্ম্য। সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সরকার মহাসড়কে থ্রি-হুইলার, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, রিকশাভ্যান, অটোটেম্পো ও অযান্ত্রিক যানবাহনের চলাচল নিষিদ্ধ করেছে। মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও মিরসরাইয়ে যেন এর ব্যতিক্রম। এতে করে দুর্ঘটনা বাড়ার পাশাপাশি হচ্ছে বিদ্যুতের অপচয়ও। সরজমিন দেখা গেছে, মানুষ মহাসড়কে সিএনজি করে বারইয়ারহাট থেকে বড় দারোগার হাট পর্যন্ত মানুষ চলাচল করছে। মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ছাড়াও বাড়ছে ঝুঁকিপূর্ণ যন্ত্রচালিত নসিমন-করিমনের চলাচল। এদিকে সচেতন মহল বলছেন, হাইওয়ে পুলিশকে ম্যানেজ না করলে এসব গাড়ি চলাচল করে কীভাবে। কিছু দালাল চক্রের টোকেনের সহযোগিতায় মহাসড়কে চলছে এসব সিএনজি ও অটোরিকশা। এ ব্যাপারে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কে আমরা নিয়মিত অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। গত মাসে ১৬৯টি মামলা দিয়েছি। টোকেন বাণিজ্যের ব্যাপারে পুলিশ জড়িত নয় বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow