মহিপুর এস আর ও এস বি এস লিঃ এর নির্বাচন ২০২৫

মহিপুর এস আর ও এস বি এস লিঃ এর নির্বাচন ২০২৫

কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর মহিপুরে জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত সমবায় প্রতিষ্ঠান “মহিপুর সমবায় ঋণদান ও সর্বোন্নতি বিধায়ক সমিতি লিঃ (এস.আর.ও.এস.বি.এস)” এর নির্বাচনী মনোনয়ন ফরম বিক্রি সময় শেষ হয়েছে আজ। গত ১৫ এপ্রিল থেকে শুরু করে আজ ১৬ এপ্রিল বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলছে। এ সময় ৮ টি পদের জন্য ৩৪ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। সমিতিতে মোট ভোটার সংখ্যা ২৮৫৮ জন। ২০ এপ্রিল মনোনয়ন ফরম দাখিল,তারপর বাছাই, প্রার্থী প্রতাহার ও প্রতিক বরাদ্দ । ২ মে চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ১০ মে ভোট গ্রহন করা হবে। নির্বাচন কমিশন আরো জানান আমরা শতভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দিতে সকল ধরনের প্রস্তুতি সমন্ন করেছি। আশা করছি ভোটাররা শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারবে। মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনেও দেখা যায় সদস্যরা তাদের পছন্দের প্রার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম নিচ্ছে। ভোটাররা তাদের সমিতিকে সামনের দিকে এগিয়ে নিতে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করবে বলে জানান।