সাভার ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খলিল, সাভার সাভার ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বনগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে এই ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর ইবনে হাসিব সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য ঢাকা-১৯ এর এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়াও বনগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বনগাঁও ইউনিয়ন বাসি উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ সদস্য, ঢাকা-১৯ এর এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছে আমরা বিগত সরকারের আমলে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি নাই। হামলা মামলার শিকার হয়ে পালিয়ে বেড়াতে হয়েছে নয়তোবা জেল খাটতে হয়েছে এবং অত্র অনুষ্ঠানের সভাপতি, সাভার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর ইবনে হাসিব সোহেল বলেছে এই অনুষ্ঠানটি আসলে নির্বাচনের সার্থে আয়োজন করা হয়নি, ঈদ উপলক্ষে জনগণকে বিনোদন দেওয়াটাই ছিল মূল উদ্দেশ্য।
What's Your Reaction?






