পুঁতে রাখা বোমা  বিস্ফোরণে কৃষক আহত

Apr 16, 2025 - 18:29
 0  37
পুঁতে রাখা বোমা  বিস্ফোরণে কৃষক আহত

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের কালকিনিতে কৃষি জমিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পুর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামে হওয়া এ ঘটনায় আহত হয়েছেন এক কৃষক। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত কৃষক মো. মোশারফ কাজী (৬৫) ওই গ্রামের কাশেম কাজীর ছেলে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের জমিতে কাজ করতে কোদাল নিয়ে যায় কৃষক মোশারফ। দুপুরের দিকে ওই জমিতে পুঁতে রাখা বোমায় কোপ দেন তিনি। এতে বোমাটি বিস্ফোরিত হয়। বোমার আঘাতে মোশারফের মুখমণ্ডল ও সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতের ছেলে সোহেল বলেন, ‘জমির ঘাসের মধ্যে কে বা কারা যেন বোম লুকিয়ে রাখে। আমার বাবা জমিতে কাজ করতে গেলে কোদালের আঘাতে ওই বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।’ কালকিনি থানার এসআই রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow