প্রশংসা কুড়াচ্ছে জয়’র মিউজিক ভিডিও ‘ধোকা’

Jun 18, 2025 - 00:13
Jun 18, 2025 - 00:15
 0  46
প্রশংসা কুড়াচ্ছে জয়’র  মিউজিক ভিডিও ‘ধোকা’

ঈদ আয়োজনে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে কণ্ঠশিল্পী জয়-এর গাওয়া নতুন মৌলিক গান ‘ধোক’। কামরুল হাসান সোহাগের কথায় গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কুরাইশী। এর সংগীতায়োজন করেন তরিক আল ইসলাম। গানটিতে মডেল হয়েছেন প্রিয়া অনন্যা, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন। গানটিতে কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান ও তার টিম। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

কণ্ঠশিল্পী জয় বলেন, ‘গানটি কণ্ঠ দেওয়ার পর এবং শুটিংয়ে অনেকেই বলেছিলেন ভালো হয়েছে। সেই জায়গা থেকে প্রত্যাশা ছিল। কিন্তু এতটা সাড়া ভাবো কল্পনাও করিনি। সব গান ভিউ দিয়ে মূল্যায়ন করতে নেই। ধোকা গানের ভিউ কম হলেও অগণিত দর্শকদের ভালোবাসা পাচ্ছি। একজন শিল্পীর এটাই বড় প্রাপ্তি।

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘ধোকা এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই নির্মাণ করেছি। বিশ্বাস ছিল দর্শকদের পছন্দ হবে। হয়েছেও তাই।

জানা গেছে, ‘ধোকা’ গানটি ঈদ আয়োজনে সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

https://youtu.be/k5skzvOv-pY?si=0Ba20fv2UyTV3dRD

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow