অভিনয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে ব্যস্ত সনি রহমান
চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ সনি রহমান। তবে শুধু পর্দার নায়ক নয়, বাস্তব জীবনেও তিনি হয়ে উঠেছেন একজন মানবিক কর্মীর প্রতিচ্ছবি। অসহায় শিল্পীদের পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা, ধর্মীয় স্থাপনা নির্মাণ কিংবা শিল্পীমনস্ক উদ্যোগে অংশগ্রহণ সহ সব মিলিয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) পুরনো, জরাজীর্ণ মসজিদ ভেঙে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য একটি আধুনিক মসজিদের নির্মাণে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন ও প্রয়াত নৃত্য পরিচালক মাসুম বাবুলের চিকিৎসা ব্যয়ের অর্থ সংগ্রহ করে দিয়েছেন তিনি।
এছাড়া, চলচ্চিত্রের নিম্ন আয়ের শিল্পীদের জন্য বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। নিজ উদ্যোগে যেমন তহবিল জোগাড় করেছেন, তেমনি বিভিন্ন সংস্থা ও ব্যক্তি থেকে সহায়তাও এনেছেন শিল্পীদের জন্য। সম্প্রতি অসুস্থ চিত্রনায়িকা তানিন সুবাহর চিকিৎসা ও মৃত্যুর পর দাফন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ, রায়হান রাফির ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে ডামি শিল্পী মনিরের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ানো এবং সহায়তা তহবিল সংগ্রহে দায়িত্ব পালন সহ এমন অনেক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সনি রহমান।
তবে এসব কর্মকাণ্ড ঘিরে উঠেছে সমালোচনার সুর। অনেকেই প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে কেন তিনি কয়েকজন মাত্র সদস্য নিয়ে এসব পদক্ষেপ নিচ্ছেন? কেন সমিতির অন্য সদস্যদের তেমন সাথে দেখা যায় না? কেউ কেউ বলছেন, এসব কাজ লোক দেখানো এবং জনপ্রিয়তা বাড়ানোর প্রচেষ্টা।
সমালোচকদের প্রতি নিজের অবস্থান পরিষ্কার করে চিত্রনায়ক সনি রহমান বলেন, “আমি মন থেকে ভালো কাজ করি। এগুলো প্রচার করলে অন্যরাও উৎসাহ পায়। কে কী ভাবলো, সেটা নিয়ে আমি চিন্তিত নই। শিল্পীদের স্বার্থে কেউ এগিয়ে এলে তা আমার কাছে সম্মানজনক। আমি নেতা হতে চাই না, হতে চাই একজন সেবক।”
তিনি আরও বলেন, “আমি ৫৭৫ জন শিল্পীর একজন। সবাই ভালো থাকলে তবেই আমি ভালো থাকবো। আমি কোনো চক্রান্তকে ভয় পাই না এবং আগামী নির্বাচনে অংশ নেওয়ারও কোনো পরিকল্পনা আপাতত নেই।” অভিনয়ের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, শুধু চলচ্চিত্র সংক্রান্তই নয়, চিত্রনায়ক সনি রহমান দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন। দেশের বিভিন্ন দুর্যোগে তিনি নেমে এসেছেন সরাসরি মানবিক সহায়তায়। জীবন যুদ্ধের সঙ্গে লড়াই করা মুমূর্ষু শিশুদের পাশে থেকেছেন তাদের সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত।
উল্লেখ্য, সনি রহমান অভিনীত ‘সনাতন গল্প’, ‘রাগী’, ‘ফুলজান’, 'হুরমতি'সহ কয়েকটি চলচ্চিত্র ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘তোলপাড়’সহ একাধিক সিনেমা। কাজ করেছেন বিজ্ঞাপন ও টেলিভিশন নাটকেও। বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও রয়েছে তার প্রশংসিত কিছু কাজ। এছাড়া বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের প্রথম নির্বাচনে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন তিনি।
What's Your Reaction?