টাঙ্গাইলে মারধর করে বাড়িতে ডুকে ডাকাতী

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে বাড়ির ভিতরে প্রবেশ করে মারধর করে ডাকাতীর ঘটনা ঘটেছে। গত ৩১ মার্চ রাতে গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা গ্রামের মৃত শামসুল হকের ছেলে সালমানের বাসায় এ ঘটনা ঘটে। এবিষয়ে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী সালমান। ভুক্তভোগী সালমান বলেন,বড়শিলা গ্রামের মৃত আঃ করিমের ছোলে আরিফুল, রফিকুল, শরিফুল, মৃত ওয়াজেদ আলীর ছেলে রুবেল, আরিফুল ইসলামের স্ত্রী আকলিমা বেগম,রফিকুল ইসলামের স্ত্রী তমা বেগম,মৃত আঃ করিমের স্ত্রী হেনা বেগম। এদের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা বিষয়ে ঝামেলা চলছিলো। এরপর ৩১ তারিখ বিকালে বাড়িতে এসে আমাদের বাড়ি তারা মাপার জন্য লোকজন নিয়ে আসে। এক পর্যায়ে আমরা বাঁধা দিলে তারা হুমকি দিয়ে চলে আসে। পরবর্তী সময়ে রাতে হঠাৎ করে আরিফুল, শরিফুল ও রফিকুল সহ সবুজ মিয়া ও অপুর নের্তৃত্ব একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে এলোপাথাড়ি দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এক পর্যায়ে আমার ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ, আমার মা সহ বাড়ির সবাইকে মারধর করে বাড়িতে আমার ছোট ভাইয়ের ইংল্যান্ডে পড়াশোনা করার জন্য জমানো ১০ লাখ টাকা,ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রিক ভাংচুর করে যার মূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা। এরপর আমি চিৎকার করলে আশেপাশের লোকজন আগিয়ে আসলে তারা মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।আমি এই সন্ত্রাসীদের কঠিন বিচার দাবী করছি। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালপুর থানার সাব ইন্সপেক্টর চন্দন কুমার পাল বলেন,এখনো কোন আসামী গ্রেফতার হয়নি তবে আসামীদেরকে আটকের অভিযান চলমান রয়েছে।