কুয়াকাটায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার, ট্রলারসহ ১৬ পাচারকারী আটক

Feb 28, 2025 - 17:15
 0  36
কুয়াকাটায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার, ট্রলারসহ ১৬ পাচারকারী আটক

মুন্সী ইউসুফ, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব ও কোষ্টগার্ড। শুক্রবার বেলা বারোটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে লেম্বুর বন সংলগ্ন সাগর পথে পাচারকালে ১ টি মাছধরা ট্রলার থেকে ১ টি বস্তাবর্তি ১ লাখ পিচ এবং ওই বন থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ টি বস্তা ভর্তি আরও ৩ লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্তাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০), এবং খলিল আহম্মদ (৩৯)। আটকৃত পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও র‍‍্যাব’র যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা এবং সমু্দ্র মোহনায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩ আরও লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোনের হৃদয় স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) লেঃ কমান্ডার মোঃ তানভীর আজবাল সাংবাদিকদের সামনে ব্রিফ করে বলেন, সারাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক যৌথবাহিনী অভিযান ডেভিল হ্যান্ড’র অপারেশনের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এবং লেম্বুর বন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় ট্রলার থেকে ১ লাখ এবং পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রলার এবং ১৬ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবা সহ মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow