মিরসরাইয়ে খালপাড়ে পাওয়া সেই নবজাতকের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃমিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামে খালপাড় থেকে উদ্ধার করা সেই নবজাতক শিশুটির (ছেলে) মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।জানা গেছে, গত (৩১ মে) শনিবার ভোরে কে বা কারা ওই নবজাতক শিশুকে মায়ানী এলাকার পূর্ব মায়ানী গ্রামের একটি খালপাড়ে রেখে চলে যায়। পরে শিশুটি স্থানীয় সমাজকর্মী ওসমান গনি উদ্ধার করে নি:সন্তান একটি পরিবারের কাছে লালন পালনের জন্য রাখে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তারা শিশুটিকে নিয়ে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে। জেলা প্রশাসকের নির্দেশনায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।সমাজকর্মী মো: ওসমান গনি জানান, ‘শিশুটি গত ৩১ মে ভোরে কে বা কারা আমাদের এলাকার একটি খালপাড়ে রেখে চলে যায়। পরে একজন কৃষক উদ্ধার করে আমাদেরকে জানায়। আমরা একটি পরিবারের জিম্মায় রাখি। বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তারা বাচ্চাটি নিয়ে যায়। জেলা প্রশাসনের অধীনে মেডিক্যালে চিকিৎসা দেয়া হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটি মারা যায়।’
মিরসরাই উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কিছুক্ষণ আগে খবর পেয়েছি বাচ্চাটি মারা গেছে। বাচ্চাটি চট্টগ্রাম মেডিক্যালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। বয়স ও ওজন কম হওয়ায় শারীরিক বিভিন্ন জটিলতা ছিল।
What's Your Reaction?






