আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠে শোলাকিয়া ঈদগাহ ময়দান

কিশোরগঞ্জ প্রতিনিধি। বিগত দিনের ভয় উৎকন্ঠা পেরিয়ে লাখ লাখ মুসল্লি 'লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার' ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান।
এবার এ ময়দানে ১৯৮ তম ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
সকাল ১০ টায় শোলাকিয়া ঈদগাহ ময়দান কানায় কানায় ভরে উঠে। মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। এ মাঠের দীর্ঘ দিনের রেওয়াজ অনুযায়ী শর্টগানের ছয়টি গুলি ছোঁড়ে নামাজ শুরু করা হয়।