গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষায় জামাতের শোভাযাত্রা

গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষায় জামাতের শোভাযাত্রা

নূর আলম সুমন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  আহালান সাহালান মাহে রমজান এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষায় গোপালপুরে জামাতে ইসলামী বাংলাদেশ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।  জামাতে ইসলামী বাংলাদেশ গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে (২৮ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে, স্থানীয় আলিয়া মাদ্রাসা ময়দান থেকে একটি শোভাযাত্রা বের হয়। উক্ত শোভাযাত্রাটি গোপালপুর থানা চত্বর এবং বাস স্ট্যান্ড নন্দনপুর চত্বর প্রদক্ষিণ করে পুরাতন পৌর মার্কেটে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এসময় “মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, দিনের বেলা হোটেল রোস্তারা বন্ধ করতে হবে” ও বক্তব্য আরো বলেন পবিত্র মাহে রমজানকে স্বাগত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানান বক্তার। উক্ত শোভাযাত্রায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, জামাতে ইসলামী বাংলাদেশ গোপালপুর ও ভূঞাপুরের মনোনীত প্রার্থী টাঙ্গাইল জেলা জামাতের সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, জেলা কর্ম পরিষদ সদস্য জনাব ডক্টর অধ্যাপক আতর রহমান, গোপালপুর উপজেলা উপজেলা আমির মো. হাবিবুর রহমান তালুকদার, আরো উপস্থিত ছিলেন উপজেলা মাওলানা ইদ্রিস হোসেন, এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, সাংগঠনিক সেক্রেটারি ওবায়দুল্লাহ, এ সময় আরো অংশ নেন উপজেলা সহ ও বিভিন্ন ইউনিয়নের জামাতের অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।