টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল

টাঙ্গাইল প্রতিনিধি : চব্বিশের আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নতুন বাংলাদেশের মঙ্গল কামনায় ইফতার মাহফিলের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা।
রবিবার (২৩ মার্চ) বিকালে টাঙ্গাইল শহীদ স্বৃতি পৌরউদ্যানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের সাংগঠনিক শহিদুল ইসলাম,জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আলামিন,সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ,মূখ্য সংগঠক সৈয়দ ইমতিয়াজ জাবেদ,মূখপাত্র ইফফাত রাইসা নূহা, সিনিয়র যুগ্ম সাইদুল ইসলাম,যুগ্ম সদস্য সচিব সেজান প্রমূখ।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আলামিন বলেন, “যেমনভাবে আমরা হাতে-হাত রেখে কাঁধে-কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতন করেছি, তেমনি আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো৷ একইসাথে সকল রাজনৈতিক সংগঠককে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জারি রাখার আহ্বান জানাই। গত জুলাই-আগস্টের মতো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সবাইকে এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা।” জুয়েল রানা টাঙ্গাইল/২৪-০৩-২৫