মিরসরাইয়ে সোনাইছড়ি খালে পানি নেই.বিপাকে কৃষকরা

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃচট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের তিলকের খাল ও সোনাইছড়ি খালে পানি নেই। ফলে বোরো ধানের জমিতে পানি নিয়ে বিপাকে কৃষকরা। ধানের কাইছথো (ধান পরিপক্কের আগে মুহূর্তে) অবস্থায় সবচেয়ে বেশি পানি প্রয়োজন কিন্তু এসময় পানি সঙ্কটে পড়েছে কৃষকরা। সম্প্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্তৃপক্ষ ৪ কিলোমিটার খাল খননের উদ্যোগ নেয়। ইতোমধ্যে ৩ কিলোমিটার খাল খনন করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
খাল খনন করা হলেও পানি না পেয়ে হতাশ কৃষকরা। এতে প্রায় ১০০ হেক্টর বোরো ধানের কাঙ্ক্ষিত ফসল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করেছেন তারা। কৃষক আবুল হোসেন বলেন, বারবার খাল খনন করেও আমরা সুফল পাচ্ছি না। খালের দুই পাড়ের বালির স্তুপ থেকে বালু পড়ে খাল ভরাট হয়ে যায়। আমি ৩ একর জমিতে ধান রোপণ করি। এই মুহূর্তে পানির খুব প্রয়োজন কিন্তু খালে পানি নেই। কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ‘খননের সময় আমার ১০ বিঘা জমির দুই পাশের অনেক ফসল নষ্ট হয়েছে। আশায় ছিলাম খাল খনন হলে খরা মৌসুমে চাষাবাদে সেচের জন্য ভালো হবে। কিন্তু কাইছথো অবস্থায় সবচেয়ে বেশি পানি প্রয়োজন। এসময় কর্তৃপক্ষের গাফেলতি ও অবৈধ বালু উত্তোলনকারীদের কারণে আমরা কাঙ্ক্ষিত ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় আছি। বিএডিসির উপপরিদর্শক জাহিদ হোসেন জানান, অলিনগরে প্রায় চার কিলোমিটার খাল খনন কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ৩ কিলোমিটার খনন কাজ সম্পন্ন হয়েছে। শীঘ্রই বাকি এক কিলোমিটার খাল খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করা হবে।
What's Your Reaction?






