আশুলিয়া থেকে ১০ গ্রাম হেরোইন এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ শেখ নামে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া থেকে  ১০ গ্রাম হেরোইন এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ শেখ নামে  ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

খলিল, সাভার ঢাকার আশুলিয়া থানার গাজীড়চট থেকে ১০ গ্রাম হেরোইন এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন সংগীয় ফোর্স সহ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৯:৪০ মিনিটে আশুলিয়া থানাধীন গাজীড়চট এলাকা হইতে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী নড়াইল জেলার লোহাগড়া থানার কাশিপুর শেখবাড়ি এলাকার শেখ রেজাউল এর ছেলে সোহাগ শেখ। আটককৃত আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন।