কুয়াকাটায় চেতনা নাশক ঔষধ দিয়ে বাড়ি ঘর চুরি

মুন্সী ইউসুফ, কলাপাড়া প্রতিনিধি : কুয়াকাটা পৌর শহরের ৩ নং ওয়ার্ড কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসার পিছনে ফ্রাই কাওসারের বড় ভাই নাসির মুসুল্লীর ঘরে চেতনা নাশক ঔষধ দিয়ে ৪ জনকে অজ্ঞান করে চুরি করা হয়। মঙ্গলবার ১৪ এপ্রিল দিবাগত রাত ১:৩০ সময় (আমুমানিক) বসত ঘরের টিন কেটে ঘরের দরজা খুলে চুরির ঘটনা ঘটে। নাসির মুসুল্লীর স্ত্রী শাফিয়া বেগম জানায়,সন্ধ্যায় খাবার খেয়ে আমরা ঘুমিয়ে যাই, আমার স্বামী,ছেলে ও বাড়িতে বেড়াতে আসা আমার ভাতিজা রাত ১০ টা থেকে ১২ টার মধ্যে বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে যায়।রাতে বৃষ্টি আসলে আমি বাহিরে যেতে চাইলে দেখি ঘরের দরজা বাহির থেকে লাগানো।তখন আমার স্বামীকে ডাক দিলে সে ঘুম থেকে না ওঠায় আমার ছেলেকে ও ভাতিজাকে ডাকাডাকি করি। তাদেরকে দেখে অজ্ঞান মনে হলে পাশের ঘরে থাকা আমার দেবর বশিরকে ফোন দিয়ে আসতে বলি। সে এসে বাহির থেকে দরজা খুলে ঘরে ঢুকে দেখে আমার স্বামী, দুই ছেলে ও ভাতিজা অজ্ঞান হয়ে আছে। আমার স্বামীর দোকানে জমা রাখা ৬০০০০/ষাট হাজার টাকা ও দোকানের বিক্রির প্রায় ১০থেকে ১২ হাজার টাকা নিয়ে যায়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার বিষয় শুনে ঘটনার স্থান পরিদর্শন করা হয়ছে, তদন্ত চলমান রয়েছে কোন আলামত পাওয়া গেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
What's Your Reaction?






