আদালতে মামলা করায় হত্যার হুমকি অভিযোগ

Jun 11, 2025 - 22:43
 0  29

নিজস্ব প্রতিবেদক সাভারে পাওনা টাকার দাবি করে আদালতে মামলা দায়ের করায় নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার এঘটনায় সাভার মডেল থানায় ভুক্তভোগী নাসির উদ্দিন একটি জিডি করেছেন। ভুক্তভোগী আদালতে মামলার আরজিতে লিখিত অভিযোগে উল্লেখ করেন, মোঃ মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে ১৮ লাখ টাকা ধার দেন। সেই টাকা ফিরত চাইলেও মিজানুর রহমান নানা রকম টালবাহান করে। এতে টাকা ফেরত পেতে মিজানুরের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নাসির উদ্দিন। সেই জের ধরে এক ব্যক্তি মোবাইল ফোনে মিজানুর রহমানের পরিচিত দাবি করে ভুক্তভোগী নাসিরকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এছাড়াও আইন-আদালতকে অবমাননাকর কথাও বলেন তিনি। ভুক্তভোগী নাসির উদ্দিন বলেন, আমি এখন অনেকটাই ভয়ে আছি। পাওনা টাকা চেয়ে আদালতে মামলা দায়ের করায় আমাকে গালিগালাজ ও হত্যার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow