শেরপুরের ধর্ষণের প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

Feb 25, 2025 - 22:06
 0  35
শেরপুরের ধর্ষণের প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

ফারুক হোসেন শেরপুর প্রতিনিধি:  শেরপুরের নালিতাবাড়ীতে সাম্প্রতিক সময়ে সারাদেশে হঠাৎ বেড়ে যাওয়া বর্বরোচিত ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের আয়োজনে এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে শাহিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মশিউর রহমান, সাদরুল আহসান মাসুম, ডাঃ আরিফুল ইসলাম সুজন, রফিকুল ইসলাম, জোবায়ের আলম, খন্দকার আব্দুল আলীম, হাবিবুল্লাহ পাহাড়ি, অমা রাণী দেব সেন, উমর ফারুক, এবং সারেয়ার হোসাইন প্রমুখ। এ সময় বক্তারা ধর্ষণ বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এই মানববন্ধনে গাজীপুর এমএএস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাজাহারুল ইসলাম আরিফ, প্রেস ক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, রুহুল সিদ্দিকী রুমান, সাংবাদিক আমানুল্লাহ আসিফ, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সকল সদস্যসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, এবং সর্বস্তরের নারী-পুরুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow