মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে গলাটিপে হত্য

May 6, 2025 - 18:19
May 6, 2025 - 18:24
 0  44
মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে গলাটিপে হত্য

মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধিঃমিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে ফজলুল করিম (৭০) নামে এক বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।ফজলুল করিম মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির মরহুম শেখ আহমদের ছেলে।খোঁজ নিয়ে জানা গেছে, হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির ফয়েজ উল্লাহর ছেলে মো: জাকারিয়া জাহেদের সাথে ফজলুল করিমের কথা কাটাকাটি হয়। এ সময় জাকারিয়া ওই বৃদ্ধকে কিলঘুষি দিতে থাকে। একপর্যায়ে গলা টিপে ধরলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়িতে নেয়ার পথে তার মৃত্যু হয়।ফজলুল করিমের ছোট ভাই বজলুল করিম জানান, গত দু’দিন আগে তারা আমার ভাইয়ের চার থেকে পাঁচটি হাঁস নিয়ে যায়। আজ সকালে তাকে দেখতে পেয়ে আমার ভাই জিজ্ঞেস করতে যায়। কথা বলার একপর্যায়ে জাকারিয়া আমার ভাইকে কিল ঘুষি দিয়ে গলা টিপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির মানুষের চিৎকারে আমরা বের হয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে তিনি মারা যান। সে আমার ভাইকে হত্যা করেছে। আমরা মমলার প্রস্তুতি নিচ্ছি।এ বিষয়ে অভিযুক্ত জাকারিয়া জাহেদের সাথে কথা বলতে তার মোবাইলে একাধিকবার কল দেয়ার চেষ্টা করে বন্ধ পাওয়া যায়।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মায়ানীতে হাঁস নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গলা চেপে ধরলে বৃদ্ধ মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হবে। এখনো থানায় মামলা হয়নি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow