মহিপুরে ওয়ার্কশপ ও ফিটার শ্রমিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সী ইউসুফ, কলাপাড়া প্রতিনিধিঃ মহিপুর আলীপুর ওয়ার্কশপ ও ফিটার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে, সুগন্ধা মার্কেট মহিপুরে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, শ্রমিকদের অধিকার, কল্যাণমূলক পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোঃ মিলন হাওলাদার। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বজলু হক মৃধা, সহ-সভাপতি ফারুক হাওলাদার, উপদেষ্টামন্ডলি ও কার্যনির্বাহী সদস্যসহ শতাধিক শ্রমিক প্রতিনিধি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিপুর আলিপুর মৎস্য হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি, আঃ সালাম হাওলাদার। তিনি বলেন, "শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।" সভায় বক্তারা শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ, সুষ্ঠু পারিশ্রমিক কাঠামো ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, সংগঠনের শক্তি হচ্ছে সদস্যদের ঐক্য, আর সেই ঐক্য ধরে রাখার মাধ্যমেই শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করা সম্ভব।
What's Your Reaction?






