গোপালপুরে ইউপি সদস্য এবং নিখোঁজ ব্যক্তির  লাশ উদ্ধার

Apr 28, 2025 - 18:32
 0  47
গোপালপুরে ইউপি সদস্য এবং নিখোঁজ ব্যক্তির  লাশ উদ্ধার

নুর আলম সুমন, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে আলতাফ আলী (৬২) নামে সাবেক এক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে মাকুল্লা নিজ বাড়ীর পাশে জামগাছে রশিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। আলতাফ নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও দলিল লেখক ছিলেন। তিনি বাদে মাকুল্লা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  অন্যদিকে একই উপজেলায়  নিখোঁজের ১৬ দিন পর জয়নাল আবেদীন (৪৫) নামে এক কৃষকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে হেমনগর ইউনিয়নের নলিন সুইচগেট সংলগ্ন যমুনার শাখা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ছোট শাখারিয়া গ্রামের শুকুর আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়  ১৬ দিন পূর্বে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে। স্থানীয়দের সহযোগিতায় তার পরিবারের সদস্যরা সে সময় নদীতে ডুবুরী নামিয়ে অনেক খুঁজাখুঁজি করেও তার  সন্ধান পায়নি। সোমবার দুপুরের দিকে এলাকাবাসী নদীর কিনারে পানার সাথে একটি অর্ধগলিত লাশ ভেসে থাকতে দেখে। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা লাশটি সনাক্ত করেন। হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর আলী জানান, গলিত লাশের বিষয়ে ভূঞাপুর থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow