কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুন্সী ইউসুফ কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় পানিতে ডুবে ফাহিম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম পশ্চিম লোন্দা গ্রামের শাহীন হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, খেলার ছলে বাড়ির পাশে একটি জলাশয়ে পড়ে যায় ফাহিম। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানি থেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।