মীরসরাইয়ে খাল সংস্কার ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন

May 4, 2025 - 20:21
 0  44
মীরসরাইয়ে খাল সংস্কার ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন

বাচ্ছু পাটোয়ারি কমল, মীরসরাই, চট্টগ্রাম প্রতিনিধি:- মীরসরাই উপজেলার আবুতোরাব  বাজারে সরকারি খাল সংস্কার ও দখল করে ভবন নির্মাণাধীন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন  করেছে বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল মীরসরাই উপজেলা শাখা, এলাকাবাসী ও সচেতন নাগরিক ফোরাম।
রবিবার (৪ মে ) সকালে বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল মীরসরাই উপজেলা শাখার আয়োজনে আবুতোরাব বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।


বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল মীরসরাই উপজেলা শাখার আহবায়ক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিনের সঞ্চানালয়ে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। মানববন্ধনে উপস্থিত হয়ে আরো বক্তব্য রাখেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান,মীরসরাই উপজেলা  কৃষকদলের সদস্য সচিব আবু দাউদ, আবুতোরাব কৈলাসগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শিপন ভূঁইয়া, কৃষকদল নেতা নুরুল গনি, সামাজিক সংগঠন হিতকরী'র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, প্রাক্তন শিক্ষার্থী পরিষদ প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রধান সমন্বয়ক সাহেদ আহসান, সাবেক ছাত্রনেতা নিজামুদ্দিন তৌহিদ প্রমুখ। 
বক্তারা বলেন বন্যায় ভয়াবহ থাবা থেকে মীরসরাই বাসীকে রক্ষা করার জন্য গোভনীয় খালের আবুতোরাব বাজার অংশের উপর অবস্থিত অবৈধ স্থাপনা ও দালান উচ্ছেদের দাবিতে আজকের এই মানববন্ধন, 
মানববন্ধনে কৃষক ও স্থানীয়রা জানান, গোভনীয় খাল সংস্কার অনেকটায় শেষের পথে কিন্তু কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তি আবুতোরাব বাজারে খালের উপর অবৈধ স্থাপনা তৈরি করে খাল সংস্কারের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে,আবুতোরাব বাজার উপর দিয়ে খালটি সংস্কার না করলে বর্ষা মৌসুমে কয়েক গ্রাম পানিতে ডুবে যাবে। সরকারি খালের কিছু অংশ দখল করে অবৈধভাবে পাকা ভবন ও কাঁচা দোকানঘর নির্মাণ করা হয়েছে। আমাদের এলাকাবাসীর দাবি সরকার এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে এবং দ্রুত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল সংস্কারের জোর দাবি জানান।
এ বিষয়ে মীরসরাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, খালের উপর অবৈধ স্থাপনা তৈরি করার কোন সুযোগ নেই, শীঘ্রই গোভনিয়া খালের আবুতারা বাজার অংশের সংস্কারের কার্যক্রম শুরু হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow