কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ। সকল প্রস্তুতি সম্পন্ন ও বিশেষ ব্যবস্হার আয়োজন করেছেন কিশোরগন্জ জেলা প্রশাসনের। ২৯ মার্চ ( শনিবার) দুপুরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করে বিশেষ ব্যবস্হার কথা ব্যক্ত করেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
তিনি গণমাধ্যমের সাথে দেয়া বক্তব্যে জানান বাংলাদেশের বৃহৎ একটি জামাত হিসেবে প্রতিবছর প্রচুর সংখ্যক মুসুল্লি এতে অংশ নেয় বিধায় সেনাবাহিনী, রেব, বিজিবি, আনসার, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতায়েন হয়েছে। ভৈরব ও ময়মনসিংহ থেকে দুইটি স্পেশাল ট্রেন মুসুল্লী যাএীদের আনা নেয়া করবে আবাসিক হোটেল সহ তিনটি স্হানে পূর্বের দিন ঋ আসা মুসুল্লি দের জন্য থাকা খাওয়া ব্যবস্হা করা হয়েছে ।