সাভার আরাফাত রহমান কোকো স্মৃতি সাভার চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

খলিল, সাভার ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু বলেছেন আরাফাত রহমান কোকো ওনি ব্যক্তিগত জীবনে একজন ক্রীড়াবিদ ছিলেন এবং ব্যক্তিগত জীবনে একজন ক্রীড়া সংকলন ছিলেন।
বৃহস্পতিবার সকালে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত কোকো স্মৃতি সাভার চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সাভার পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামিরুল হক সামির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক সরকার,সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর, আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ বাছেদ দেওয়ান, সাভার পৌর বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আহম্মেদ প্রদীপ, সাভার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, সাভার বিশ্ববিদ্যালয় এর সাবেক জি এস আমানুল ইসলাম আমান, সাভার পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান নাইম, সাভার থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাভার থানা যুবদলের সভাপতি গোলাম হোসাইন ডালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল ইমাম কবির, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, সাভার পৌর ছাত্রলের সাবেক সদস্য সচিব হাসিবুর রহমান খান, সাভার পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার দলিল লেখক সমিতির সভাপতি আক্তার হোসেন, সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাসেলসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদ মিয়া। আয়োজন করেন সাভার পৌর যুবসমাজ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সাভার কিংস এলিভেন বনাম রাজাশন ইমন একাদশ।