সীমান্তে ভারতীয় জিরা ও এসি জব্দ, গ্রেফতার এক

সীমান্তে ভারতীয় জিরা ও এসি জব্দ, গ্রেফতার এক

ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা পাহাড়ি গ্রাম মায়াঘাসি থেকে চোরাই পথে আনা ৩০ কেজি ওজনের মোট ১৩ বস্তা ভারতীয় জিরা ও দুই টন পরিমাণের দুটি টাটা ব্র্যান্ডের এসি জব্দ করেছে থানা পুলিশ। এসময় ওইসব পণ্য নিজ হেফাজতে রাখার অভিযোগে বাড়ির মালিক আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।এদিকে এ ঘটনায় চোরাকারবারী সিন্ডিকেটের ৫ সদস্যসহ মোট ৬ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) গভীর রাতে ভারতীয় ওইসব পণ্য জব্দ ও একজন আটকের পর মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, মায়াঘাসি সীমান্তের চোরাই পথে ভারতীয় জিরা ও এসি আনা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ।

 অভিযানকালে মায়াঘাসি গ্রমের কৃষক আব্দুর রশিদের একটি ঘর থেকে ১৩টি বস্তায় মোট ৩৯০ কেজি ভারতীয় জিরা ও দুই টন পরিমাণের দুটি আউটডোর এবং একটি ইনডোর এসি পাওয়া যায়। তবে এর আগেই চোরাকারবারী দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। পরে পুলিশ ওইসব মালামাল নিজ হেফাজতে রাখার দায়ের বাড়ির মালিক আব্দুর রশিদকে আটক করে।থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চোরাকারবারী সিন্ডিকেটের ৫ সদস্যসহ মোট জনের নামে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।