দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালীন ধর্মঘট

দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালীন ধর্মঘট

ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরে বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালীন ধর্মঘট ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।শেরপুর জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন শহর শাখার আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল এবং মুন্সিবাজার গোয়ালপট্টি বস্ত্র ব্যবসায়ী এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় শ্রমিকরা তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্লোগান দেন। তারা জানান, বাবা-মা মারা গেলেও কোনো ছুটি দেওয়া হয় না। পরিবারের কারো মৃত্যুজনিত কারণে বাড়ি গেলে সেদিনের বেতন কেটে নেওয়া হয়, যা মানবাধিকার লঙ্ঘন বলে তারা মনে করেন।

শ্রমিকদের দাবিগুলো হলো—১. ঈদুল ফিতরে বেতনের সমপরিমাণ বোনাস প্রদান২. ঈদুল আজহায় বেতনের ৫০% বোনাস প্রদান৩. শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ৪. সরকারি ছুটির তালিকা অনুযায়ী ছুটি প্রদান৫. সংগঠনের কার্ডধারী সদস্য ব্যতীত অন্য কেউ দোকানে কাজ করতে পারবে না এবং শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা প্রদান ধর্মঘটের সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাজন চন্দ্র দাস, এবং বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। জানা গেছে, শহর শাখায় সংগঠনের সদস্য সংখ্যা দুই শতাধিক।