মিরসরাইয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। বুধবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির তার পরিচয় পাওয়া যায়নি।এর আগে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষের আশঙ্কায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের ৫০০ গজের মধ্যে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।জানা যায়, বুধবার সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীর।অপরদিকে বেলা ১১টায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে আরেকটি গ্রুপ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে।মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, ‘জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা পরিষদের ৫০০ গজের মধ্যে আজ সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি অব্যাহত থাকবে।তিনি বলেন, ‘এই সময়ে সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও ৫ জনের অধিক চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা আয়োজনসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তান নগর) কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজিয়া আফরিন জানান, দুপুর ২ টা দিকে রক্তাক্ত অবস্থায় জাবেদ নামে একজন নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তার ডানহাতের বাহুতে এবং পেটে ছুরি আঘাত ছিলো। এইদিকে দুপুর সাড়ে ১২টা দিকে ১৪৪ধারা ভঙ্গ করে বিএনপি একাংশের নুরুল আমিন চেয়ারম্যান গুরুপের সদ্য সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন নেতৃত্বে মীরসরাইয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।