জামালপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার ও শহীদ স্মারক প্রদান করেছে জামালপুর জেলা জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার সকালে জেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এই ঈদ উপহার দেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা, জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল ও সহকারী সেক্রেটারি এডভোকেট সুলতান মাহমুদ।
এ সময় জেলার ১৪ জন শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও জামায়াতে ইসলামীর প্রকাশিত "জুলাই-২০২৪ বিপ্লব" গ্রন্থের ১০ খণ্ডের শহীদ স্মারক প্রদান করা হয়। মেহেদী হাসান জামালপুর। ২৭-০৩-২০২৫