কালিহাতীতে যুুবদল নেতাকে হেয় করতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের অভিযোগ

কালিহাতীতে যুুবদল নেতাকে হেয় করতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে যুবদল নেতা হাসমত আলী রেজাকে রাজনৈতিকভাবে হেয় করতে এবং মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের অভিযোগ উঠেছে একই উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতি গ্রামের আশিক ওরফে সবুজের বিরুদ্ধে। মামলার নথি সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার মালতি গ্রামের শাজাহান তালুকদারের ছেলে আশিক ওরফে সবুজ একসময় সৌদী প্রবাসী ছিলেন। পূর্ব থেকেই হাসমত আলীর সাথে আশিকের যোগাযোগ ছিল। সেই যোগাযোগের সূত্র ধরেই বিগত ২০২২ সালের ৩০ মার্চ আশিক বিজনেছ ডিল নামক ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে হাসমত আলী রেজাকে সৌদি আরবের ভিসা প্রদানের প্রতিশ্রুতি দেয়। ভিসার জন্য হাসমত আলী রেজার নিকট টাকা চেয়ে আশিক ওরফে সবুজ প্রদত্ত জনতা ব্যাংক লি: এবং প্রাইম ব্যাংক লি: দুটি সঞ্চয়ী নম্বর প্রদান করেন। হাসমত আলী সেই আশিকের চাহিদা মোতাবেক তার জনতা ব্যাংকের সঞ্চয়ী হিসাব (০১০০১৪৪৬০৪৬৪৯) নম্বরে ২০২২ সালের ১৯ মে ২ লক্ষ টাকা, ২১ জুলাই ১ লাখ ৯৫ হাজার টাকা, ২৫ আগষ্ট ৯৬ হাজার টাকা, পরবর্তীতে আরও ২ লক্ষ টাকা এবং প্রাইম ব্যাংক লি: এর হিসাব (২১২৫২১১০২৫৬৫০) নম্বরে একই সালে ৩০ মে ৪ লক্ষ, ৫ জুন ৩ লক্ষ, ৯ জুন ৩ লক্ষ, ২৩ জুন ৩ লক্ষ এবং ২৮ জুন ৬ লক্ষ টাকা (সাকুল্যে ২৫,৯১,০০০/-) প্রেরণ করেন। পরবর্তীতে আশিক ওরফে সবুজ দেশে আসলে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সাক্ষীগণের সম্মুখে নগদ ৬ লাখ ৪৬ হাজার, ১০ এপ্রিল ১ লক্ষ ৫০ হাজার টাকা সহ সর্ব সাকুল্যে ৩৩,৮৭,০০০/- (তেত্রিশ লক্ষ সাতাশি হাজার) টাকা প্রদান করেন। আশিকের চাহিদা মোতাবেক ৩৩,৮৭,০০০/- টাকা প্রদানের পর সৌদি আরবের ভিসা চাইলে বিভিন্নভাবে টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে ২০২৩ সালের ৬ জুন ঢাকায় ওয়ার্ড কাউন্সিলরের পল্টন কার্যালয়ে স্বাক্ষীগণের সম্মুখে ২০/০৮/২০২৩ইং তারিখে ভিসা দিবে অন্যথায় হাসমত আলীর প্রদত্ত ৩৩,৮৭,০০০/- ফেরত প্রদান করবে বলে স্বীকার করে। ওই তারিখে এলেঙ্গাতে এসে ভিসা দেওয়ার কথা থাকলেও আশিক উপস্থিত হয়নি। ওই সময় হাসমত আলী আশিককে ফোন করলে তিনি ভিসা ও টাকা কোনটাই ফেরত দিতে পারবে না বলে জানিয়ে দেয় এবং খুন জখমের হুমকী দেয়। পরে প্রতারণা করে অর্থ আত্মসাৎ ও বিশ^াস ভঙ্গ করার কারণে হাসমত আলী মো: আশিক ওরফে সবুজের নামে আদালতে মামলা দায়ের করেন। হাসমত আলী বলেন, সৌদি আরবের ১৪টি ভিসা দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৩৩,৮৭,০০০/- নিয়ে আশিক@সবুজ দীর্ঘদিন ঘুরিয়ে ভিসা দিতে পারেনি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার জানায়। পরে আশিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি। বর্তমানে মামলা চলমান রয়েছে। এই মামলায় সে কারাগারেও ছিল। এখন পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি এবং আমার দায়েরকৃত মামলায় তাকে জেলে যেতে হয়েছে। সেই রাগে আমাকে রাজনৈতিক ও বিভিন্নভাবে হেয় করতে উঠে পড়ে লেগেছে। আবার মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে।