চাঁদা না দেওয়ায় টাঙ্গাইলে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, বসতঘরে আগুন ও মাছের পুকুরে বিষ

Oct 13, 2025 - 14:16
Oct 13, 2025 - 14:18
 0  252
চাঁদা না দেওয়ায় টাঙ্গাইলে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, বসতঘরে আগুন ও মাছের পুকুরে বিষ

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে তাকে হত্যাচেষ্টা, পুকুরে বিষ প্রয়োগ ও ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. নাজমুল হাসান আদালতে মামলা দায়ের করেছেন।

বাদী মো. নাজমুল হাসান মৃত মকবুল মন্ডলের ছেলে কালিহাতী থানার কুরুয়া গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, বিবাদী হাকিম তালুকদার, আবু তালেব তালুকদার, নুরু মন্ডল ও ইকরাম তালুকদার দীর্ঘদিন ধরে তার কাছে হত্যার হুমকি দিয়ে আসছিলেন টাকারা জন্য চাঁদা দাবি করে আসছিলেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীসহ আরও অজ্ঞাত ১০-১২ জন প্রথমে তাকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যাচেষ্টা করে।এমন অবস্থায় বাদী এলাকায় থাকতে পারছে না।
এতেই ক্ষান্ত না হয়ে দ্বিতীয় দফায় তার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়। পরবর্তীতে রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়, যাতে ঘরে থাকা সদস্যদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল।

ঘটনার স্বাক্ষী হিসেবে রয়েছেন নাহিদ তালুকদার, মজনু মন্ডল, সোনা মিয়াসহ একাধিক ব্যক্তি যারা পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এবং মোবাইল ফোনে ধারন কৃত রেকর্ড আছে। 

এই ঘটনায় নাজমুল হাসান গত ৬ অক্টোবর টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেন। মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।তিন নাম্বার আসামী মামলার সাক্ষী দেওয়া কারনে তাদেরও হুমকি দিচ্ছে 

স্থানীয় এলাকায় এ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ডিবি জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow