প্রকাশ পেয়েছে রত্না সাহা'র মিউজিক ভিডিও ‘তোমার মায়া’

Oct 13, 2025 - 00:55
 0  86
প্রকাশ পেয়েছে রত্না সাহা'র মিউজিক ভিডিও ‘তোমার মায়া’

নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী রত্না সাহার কণ্ঠে প্রকাশিত হলো মিউজিক ভিডিও ‘তোমার মায়া’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী আকাশ সেন। প্রিয় চট্টপাধ্যায়ের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন নিজেই।

মিউজিক ভিডিওটি (গত ১২ অক্টোবর) আরএসএন টিউন ইউটিউব চ্যানেলে চ্যানেলে প্রকাশ পেয়েছে। রোমান্টিক ধাঁচের এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও মডেল জেবা জান্নাত। মাইকেল বাবুর কোরিওগ্রাফি ও এলাহি হোসেন সোহাগের ক্যামেরায় পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মামুন আফনান রুমি।

গানের ভিডিওটিতে আধুনিক প্রেমের এক আবেগঘন গল্প ফুটিয়ে তোলা হয়েছে। গানটির ভিজ্যুয়াল ও সুর একে অপরের পরিপূরক হয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে বলে আশা প্রকাশ করেন নির্মাতা ও কলাকুশলীরা। 

তোমার মায়া'য় গানটি নিয়ে কণ্ঠশিল্পী রত্না সাহা বলেন, “গানটি আমার জন্য খুবই স্পেশাল। আকাশ দার সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ। আশা করি শ্রোতারা ‘তোমার মায়া’ গানটি শুনে ভালোবাসবেন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow