সাতক্ষীরার জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Oct 12, 2025 - 23:43
 0  42
সাতক্ষীরার জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় অপরাধী সনাক্তকরণে জেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন, চেতনা নাশক স্প্রে দিয়ে চুরি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে প্রাণসায়ের খালের উপরে আরও কয়েকটি বিকল্প ব্রীজ নির্মাণ করার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া রাজনৈতিক পরিচয়ে অবৈধভাবে মৎস্য ঘের দখলে মত্ত হওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীকে তথ্য দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা, জলাবদ্ধতা নিরসন একত্রে কাজ করা, শহরের ট্রাফিক জ্যাম নিরসন পুলিশের ট্রাফিক বিভাগকে আরো বেশি সক্রিয় হওয়া, পৌরসভার নিবন্ধিত ইজিবাইক ছাড়া বাইরের কোন ইজিবাইক শহরের মধ্যে ঢুকতে না দেওয়া, প্রাণসায়র খালে জোয়ার-ভাটা প্রবাহসহ খালকে পরিষ্কার পরিছন্ন রাখা, ভোমরা স্থলবন্দরকে গতিশীল ও ভোমরায় ট্রাকের ভীড় নিয়ন্ত্রণে ট্রাক ষ্ট্যান্ড নির্মান করা, জেলার গুরুত্বপূর্ণ মামলা গুলো নিরসন এবং সে সকল মামলার আসামিদের অবৈধভাবে দেশ ত্যাগ করার আগে গ্রেপ্তার করা, সাতক্ষীরা টু শ্যামনগর সড়ক নির্মানে চাঁদাবাজি বন্ধ ও জেলার সকল চাঁদাবাজদের গ্রেপ্তার, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, রাস্থার ধারে যত্রতত্র ইট বালি খোয়া রাখা, রাস্থা খুঁড়াখুঁড়ি না করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, মানসম্মত শিক্ষা ব্যবস্থা তৈরীতে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া, কোচিং বানিজ্য বন্ধ, বাল্য বিবাহ বন্ধসহ জেলার বিভিন্ন বিষয় নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিস্তারিত আলোচনা করা হয়। 
রবিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঈন খানের সঞ্চালনায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আরো বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সেনাবাহিনীর প্রতিনিধি,  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামাতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলার সাত উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাশেম, ভোমরা সিএন্ডএফ এ্যাজেন্ট এ্যাসোসিয়েয়নের সভাপতি আবু হাসান, এনএসআই, ডিজিএফআইয়ের কর্মকর্তা, র‌্যাবের প্রতিনিধি, এছাড়া নৌপুলিশ, কোস্ট গার্ডসহ জেলার সকল সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।##
১২.১০.২৫ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow