অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিলো শেরপুরের নকলা প্রশাসন

Mar 16, 2025 - 21:53
 0  37
অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিলো শেরপুরের নকলা প্রশাসন

ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি: : শেরপুরের নকলা উপজেলায় অবৈধ ২টি ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

রবিবার (১৬ মার্চ) সকানকলায় ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসনলে ইটভাটাগুলো বন্ধসহ গুড়িয়ে দেওয়ার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইট প্রস্তুতের চিমনি ধ্বংস করা হয়। গুড়িয়ে দেওয়া ভাটাগুলো হলো- নকলা উপজেলার সেভেন স্টার ও চমক ব্রিকস।অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। এ সময় সার্বিক সহযোগিতায় ছিল পরিবেশ অধিদফতর, পুলিশ ও বিদ্যুৎ অফিসসহ অন্যান্যরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের নেতৃত দেন সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। অভিযানে ভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow